‘জয় শ্রী রাম’ না বলায় ইমামের ওপর নৃশংস হামলা

‘জয় শ্রী রাম’ না বলায় ইমামের ওপর নৃশংস হামলা

‘জয় শ্রী রাম’ না বলায় ইমামের ওপর নৃশংস হামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এক ইমামকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ইমাম অভিযোগ করেছেন, তাকে জোর করে ভিন্ন ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল।

তবে পুলিশের দাবি, ঘটনাটি সাম্প্রদায়িক নয়, সাধারণ মারধরের। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিয়াসাত ডেইলি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের আলিগড় জেলার লোধা ব্লকের বুলাকঘারি গ্রামের এক স্থানীয় ইমামকে গত ২০ সেপ্টেম্বর নৃশংসভাবে মারধর করা হয়েছে।

Untitled-1

অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তাকে জোর করে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করার চেষ্টা করে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইমাম মুস্তাকিমকে দাড়ি রাখা ও টুপি পরার কারণে টার্গেট করা হয়। সেসময় তিনি সাইকেলে ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আহত ইমামকে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে আলিগড় শহরের পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক বলেন, “তদন্তে দেখা গেছে, এটি সাধারণ মারধরের ঘটনা। এর সঙ্গে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় এবং কাউকে জোর করে ধর্মীয় স্লোগান দিতেও বাধ্য করা হয়নি।

তবে ভুক্তভোগী ইমাম অভিযোগ করেছেন, তাকে সরাসরি ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। ওইদিন তারা আমার সাইকেল থামিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বলে।

আমি রাজি না হলে লাঠি দিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে আমাকে পেটায়। তারা আমাকে উঠতে দেয়নি, বরং বলেছিল, ‘এখানেই তাকে কবর দিয়ে দাও’।

আগে তিনি এ ধরনের হয়রানির কথা পুলিশের কাছে জানাননি বলেও উল্লেখ করেন ইমাম। কারণ, ইস্যুটি বড় আকার ধারণ করবে ভেবে তিনি এড়িয়ে গিয়েছিলেন।

যদিও ইমামের অভিযোগ স্পষ্ট, তবে স্থানীয় পুলিশ এখনো বলছে- এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়। তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।