খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ।

আলোচনায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সহপাঠ্য কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সভায় বক্তারা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানসম্মত শিক্ষা প্রদানে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শুধু পাহাড় নয়, সারাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে। এখানে শিক্ষার্থীরা শুধু জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করছে। ভবিষ্যত প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য।”

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫১তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক বলেন, “পরিচালনা পর্ষদের সার্বিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করা হচ্ছে।”

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম তথা সারা দেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গুণগত শিক্ষা, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার কারণে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ও অভিভাবকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।