রাজশাহীতে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে বিজিবির দ্রুত তৎপরতা

রাজশাহীতে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে বিজিবির দ্রুত তৎপরতা

রাজশাহীতে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে বিজিবির দ্রুত তৎপরতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বাজার এলাকায় একটি মার্কেটের দ্বিতীয় তলার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগলে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

প্রাথমিকভাবে বিজিবি সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুনের বিস্তার রোধে কাজ শুরু করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় জনগণ যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজশাহীতে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে বিজিবির দ্রুত তৎপরতা

বিজিবির দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও মানবিক দায়িত্ব পালনে তারা সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।