মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
মিজোরামের চামফাই জেলার জোখাওথার এলাকায় আসাম রাইফেলসের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ হেরোইন। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভওল্টকে কাই-ওয়ার্ল্ড ব্যাংক রোড এলাকায় পরিচালিত এ অভিযানে ১ দশমিক ৩৭৭ কেজি হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১১ কোটি ৪০ লাখ রুপি।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়। তারা হলেন— জারজোসাঙ্গা, জোসেফ লালমুয়ানসাঙ্গা ও মালসাওমকিমি। তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকসহ আটককৃতদের চামফাই কাস্টমস অ্যান্ড নারকোটিক্স ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতেও একই এলাকায় বড় ধরনের মাদক জব্দ করে আসাম রাইফেলস। সেসময় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ দশমিক ৩৭২ কেজি মেথামফেটামিন ট্যাবলেট, যার বাজারমূল্য ছিল প্রায় ৭ কোটি ১১ লাখ রুপি। ওই চালানটি পরবর্তীতে জোখাওথার থানার কাছে হস্তান্তর করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকাজুড়ে মাদক পাচার ঠেকাতে আসাম রাইফেলস নিয়মিতভাবে তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক অভিযানেই ধরা পড়ছে কোটি টাকার মাদকের চালান।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তঘেঁষা মিজোরাম দীর্ঘদিন ধরেই মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।