মণিপুরে আসাম রাইফেলস সদস্যদের ওপর হামলার মূল আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বল সাবল লেইকাই এলাকায় আসাম রাইফেলস সদস্যদের ওপর গত ১৯ সেপ্টেম্বরের হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোররাতে ইমফল পশ্চিম জেলার কামেং এলাকায় অভিযানে এ সাফল্য আসে।
বিষ্ণুপুর জেলা পুলিশ, ৩৩ আসাম রাইফেলস ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে চালানো এ অভিযানে ধরা পড়েন খোমদ্রাম ওজিত সিংহ ওরফে কেইলাল (৪৭)। তিনি ইমফল পশ্চিম জেলার আওয়াং লেইকিনথাবি আওয়াং লেইকাই এলাকার মৃত খ. মণি সিংহের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওজিত সিংহ নিষিদ্ধ সশস্ত্র সংগঠন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর জামিনে মুক্ত হওয়া সদস্য হলেও এখনও সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে যুক্ত রয়েছেন। তিনি আসাম রাইফেলসের ওপর সাম্প্রতিক হামলায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তার দেয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে একটি এ-৪ রাইফেল, একটি এইচকে রাইফেল, দুটি একে রাইফেল, একটি ইনসাস রাইফেল, তিনটি লাঠোড শেল, বিপুল পরিমাণ গুলি, একটি মোবাইল সেট, ওয়ালেট ও আধার কার্ড—যা হামলার সময় ব্যবহৃত হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ওজিত সিংহকে ২০০৭ সালেও গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি পিএলএ’র সঙ্গে পুনরায় যুক্ত হয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় জড়িত অন্যান্য জঙ্গিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের সীমান্ত অঞ্চলে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতার কারণে প্রায়ই সেনা ও নিরাপত্তা বাহিনীকে হামলার মুখে পড়তে হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।