মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করলেন বিসিএস ও বিজেএস কর্মকর্তারা

মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করলেন বিসিএস ও বিজেএস কর্মকর্তারা

মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করলেন বিসিএস ও বিজেএস কর্মকর্তারা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) কর্মকর্তাদের জন্য ৮৪তম মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ চলেছে গত ৩ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করলেন বিসিএস ও বিজেএস কর্মকর্তারা

১৯৮৪ সাল থেকে নিয়মিতভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে আসছে সেনাবাহিনী। মূলত যুদ্ধ ও শান্তি উভয় পরিস্থিতিতে বেসামরিক ও সামরিক প্রশাসনের মধ্যে সমন্বয় ও বোঝাপড়া জোরদার করাই এর প্রধান লক্ষ্য।

পাশাপাশি অংশগ্রহণকারীরা সশস্ত্র বাহিনীর সংগঠন, সামরিক রীতিনীতি, বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।

মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করলেন বিসিএস ও বিজেএস কর্মকর্তারা

চলতি বছরের প্রশিক্ষণে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন, বিসিএস পুলিশের ১৭ জন, বিসিএস আনসারের ৩ জন এবং বিজেএসের ২৯ জনসহ মোট ৬১ জন কর্মকর্তা অংশ নেন।

গত ১১ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করলেন বিসিএস ও বিজেএস কর্মকর্তারা

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন এবং বক্তব্যে সামরিক-বেসামরিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।