দীঘিনালায় শিক্ষার্থীকে স্পর্শ করার অভিযোগে সেনা সহায়তায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক

দীঘিনালায় শিক্ষার্থীকে স্পর্শ করার অভিযোগে সেনা সহায়তায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক

দীঘিনালায় শিক্ষার্থীকে স্পর্শ করার অভিযোগে সেনা সহায়তায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের হাতে এক পাহাড়ি স্কুলছাত্রী স্পর্শের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বোয়ালখালী বাজারে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মধুরানি চাকমা (১৫)-এর গায়ে হঠাৎ হাত দেন মো. রাজ্জাক মিয়া (৫০)। ঘটনার পরপরই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। দীঘিনালা থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সমন্বয়ে বিষয়টি পর্যালোচনা করা হয়। পরে বাজার কমিটির কার্যালয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া যায়, রাজ্জাক ইচ্ছাকৃতভাবেই শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছেন।

এরপর সেনাবাহিনীর সহায়তায় রাজ্জাককে আটক করে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, ঘটনাটিকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।