পাহাড়ি জনপদে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিত করতে লোগাং বিজিবির অনুদান প্রদান
 
                 
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাহাড়ি জনপদের দুর্গম এলাকাগুলোতে পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে উদ্যোগ নিয়েছে লোগাং বিজিবি জোন। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম অঞ্চলের ১০টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে লোগাং জোন (৩ বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে এসব অনুদান তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
এসময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
সভায় তিনি বলেন, “পূজায় আগত ভক্তরা যেন নির্বিঘ্নে, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত।”
তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে—ড্রোনের মাধ্যমে মনিটরিং চালানো হচ্ছে, যাতে যেকোনো নিরাপত্তা হুমকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায়।

মতবিনিময় সভা শেষে লোগাং জোন অধিনায়ক সরেজমিনে বৈশাক কুমার পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় মন্দির পরিচালনা কমিটির সঙ্গে কথা বলেন এবং মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের জন্য ডেউ টিন প্রদান করেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিজিবির এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “প্রতি বছর দুর্গাপূজাকে ঘিরে বিজিবির সহযোগিতা ও সহমর্মিতা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। শুধু নিরাপত্তা নয়, এই সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতিরও অনন্য দৃষ্টান্ত।”
উল্লেখ্য, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পাহাড়ি জনপদে এ সময় কিছুটা শঙ্কা বিরাজ করলেও গত কয়েক বছর ধরে প্রশাসন ও বিজিবির কার্যকর ভূমিকার কারণে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হয়ে আসছে। বিজিবি সূত্র জানিয়েছে, ধর্মীয় ও সামাজিক যেকোনো আয়োজনেই সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে তারা মানুষের পাশে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
