সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে রামগড়ে বিজিবির নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড় জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবির রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

এসময় বিজিবির পদস্থ কর্মকর্তারা ছাড়াও রামগড় ও ভূজপুর থানার ওসি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, পূজা মণ্ডপ কমিটির সভাপতি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির সহযোগিতা কামনা করেন।
জোন অধিনায়ক এসময় পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, বিজিবি সে ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
