‘পাহাড়ে নারী নির্যাতন দিন দিন বেড়েই চলছে, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করেনি’

‘পাহাড়ে নারী নির্যাতন দিন দিন বেড়েই চলছে, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করেনি’

‘পাহাড়ে নারী নির্যাতন দিন দিন বেড়েই চলছে, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করেনি’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির চাকমা সার্কেল চিফ ও স্বঘোষিত রাজাকার ত্রিদিব রায়ের পুত্র ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, পাহাড়ে নারী নির্যাতন দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণ শিকার হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এমন ঘটনা ঘটেই যাচ্ছে। পাহাড়ের নারীদের রক্ষা ও ধর্ষকদের আইনের আওতায় নিয়ে বিচারের ব্যবস্থা কোন সরকার এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করেনি বলে তিনি মন্তব্য করেন।

গতকাল শুক্রবার বিকেলে শহরের রাঙ্গাপানি মাঠে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) অন্যতম মুখমাত্র ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

টুর্নামেন্ট এর উদ্বোধন দেবাশীষ রায় এছাড়া আরও উপস্থিত ছিলেন তৎকালীন শান্তিবাহিনীর প্রধান ও সাবেক গেরিলা নেতা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, সাবেক সংসদ সদস্য ও জেএসএস সহ-সভাপতি ঊষাতন তালুকদার, জেলা বিএনপরি সভাপাতি দীপন তালুকদার দীপুসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

দেবাশীষ রায় আরও বলেন, এভাবে ঘটনা ঘটতে চাইলে সাধারণ মানুষ উদ্বিগ্ন ও রাগান্বিত হবে। আশা করছি সরকার এই বিষয়টি হালকাভাবে না নিয়ে জরুরি ব্যবস্থা নিবেন। ড. রামেন্দু শেখর দেওয়ান তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পার্বত্যএলাকার মানুষের জন্য কাজ করেছেন। এই ফুটবল টুর্নামেন্ট মাধ্যমে তাঁর স্মৃতি ধরে রাখতে কিছুটা হলেও ভূমিকা রাখবে।

বেলুন উড়িয়ে ও খেলায়োড়দের সাথে পরিচয় পর্ব শেষে শুরু হয় উদ্বোধনী ম্যাচে।

উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ি একাদশ বনাম বরকল উপজেলা একাদশর খেলায় অংশ গ্রহণ করে। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে খাগড়াছড়ি একাদশ গোল হজম করে বসে। পরে ৭ মিনিটে সেই গোল পরিশোধ করে খাগড়ছড়ি। পরে ১৩ মিনিটে আবারও গোল কওে খাগড়াছড়ি। আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমে উঠে। বিরতির পর বরকল আক্রমণের গতি বাড়ায়। খেলার শেষার্ধে গোল দিয়ে খেলা সমতা নিয়ে আসে বরকল উপজেলা একাদশ। খেলা ২-২ গোলে সমতায় শেষ হয় উদ্বোধনী ম্যাচ। এসময় মাঠে চারদিকে হাজার-হাজার দর্শক খেলা দেখতে মাঠে উপস্থিত হয়।

মাসব্যাপী এ টুর্নামেন্টে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে ২৪টি দল অংশ নিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed