খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের তীব্র নিন্দা

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের তীব্র নিন্দা

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের তীব্র নিন্দা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় মারমা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জেলা বিএনপি। পাশাপাশি ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশ চলাকালে সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনাকেও তারা সমানভাবে নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন ও সেক্রেটারি মিনহাজুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ধর্ষণ দেশের নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ। তারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একইসাথে সেনাবাহিনীর গাড়িতে হামলাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি’ উল্লেখ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের তীব্র নিন্দা

জেলা বিএনপির পক্ষ থেকেও এক বিবৃতিতে একইসুরে নিন্দা জানিয়ে বলা হয়, ধর্ষণের মতো জঘন্য ঘটনা যেমন নিন্দনীয়, তেমনি সেনাবাহিনীর মতো রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত বাহিনীর ওপর হামলাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা বিএনপি মনে করে, এ ধরনের নৃশংস ঘটনা মানবিক মূল্যবোধ ও জাতীয় শান্তি-শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।

দুই দলের পক্ষ থেকে যৌথভাবে চার দফা দাবি তুলে ধরা হয়—

১. ধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. সেনাবাহিনীর ওপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা।
৩. ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান।
৪. পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ।

বিবৃতিতে সকল পক্ষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed