খাগড়াছড়িতে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুর ইউপিডিএফের; সন্ত্রাসী আচরণের নিন্দা

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুর ইউপিডিএফের; সন্ত্রাসী আচরণের নিন্দা

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুর ইউপিডিএফের; সন্ত্রাসী আচরণের নিন্দা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার পুনর্বাসন পয়েন্টে সকাল-সন্ধ্যা অবরোধের নামে সহিংসতা চালানো ইউপিডিএফ সদস্যদের দ্বারা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করার ঘটনা ঘটেছে।

সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। ঘটনার জেরে জরুরী সংকটাপন্ন রোগীদের তত্ত্বাবধানহীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুর ইউপিডিএফের; সন্ত্রাসী আচরণের নিন্দা

ঘটনায় আহত বা মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও অ্যাম্বুলেন্স চালক মো. রাসেল হোসেন (২৯) জানান, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ পানছড়ি থেকে চট্টগ্রামগামী চট্ট মেট্রো-চ ৭১-০৬৪৫ নম্বরের অ্যাম্বুলেন্সটি পুনর্বাসন পয়েন্টে পৌঁছালে ভয়ার্ত পরিবেশে ১৫–২০ জন ইউপিডিএফ সন্ত্রাসী গাড়িটি রোধ করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সেটি ভাঙচুর করে।

অভিযোগকারী জানান, আক্রান্তরা জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অবস্থান করছিল এবং অভিযুক্তদের মধ্যে ইউপিডিএফ-সমর্থিত মহলও আছে বলে স্থানীয়রা সংশয় প্রকাশ করেছেন। ভাঙচুরের পরে অ্যাম্বুলেন্সটি বর্তমানে মাটিরাঙ্গা পৌরসভার সামনে আছে বলে জানানো হয়।

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুর ইউপিডিএফের; সন্ত্রাসী আচরণের নিন্দা

স্থানীয় সূত্র জানিয়েছে, জরুরি চিকিৎসা পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো অবরোধ ও হরতালে সব সময়ই আওতামুক্ত রাখার নির্দেশ থাকলেও বাস্তবে তা রক্ষিত হচ্ছে না—এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপের অভাবে এমন ঘটনা বাড়লে তা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হবে। স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্যকর্মীরা বলেছেন—অবরোধের নামে জরুরি সেবা বাধাগ্রস্ত করা মানেই ন্যূনতম মানবিকতার লঙ্ঘন; এটি একটি সন্ত্রাসী ও আইনবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে গণ্য করা উচিত।

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুর ইউপিডিএফের; সন্ত্রাসী আচরণের নিন্দা

স্থানীয়রা দাবি করেছেন—অবরোধকারী কোন ভাবেই জরুরি যানবাহন রোধ বা ভাঙচুর করার অধিকার রাখে না; যারা এ ধরনের কার্যকলাপে অংশ নেবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা প্রশাসনকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতারের আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে অতি জরুরি চিকিৎসা সেবা পেতে দুর্গম অঞ্চলের লোকজন ঝুঁকিতে না পড়ে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed