বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন আলীকদম
![]()
নিউজ ডেস্ক
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা।
আজ শনিবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বান্দরবান সদর জোন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনালে মুখোমুখি হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও আলীকদম উপজেলা ফুটবল দল। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে আলীকদম উপজেলা দল ২-০ গোলে জয় পেয়ে শিরোপা অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
এছাড়া পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল এস এম মাহমুদুল হাসান, নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল হুমায়ন রশিদ, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন অধিনায়ক মেজর এম এম ইয়াসিন আজিজ, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল ও সেক্রেটারি থুইসিং প্রু লুবুসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বান্দরবানের ৭টি উপজেলা ও একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। তরুণ খেলোয়াড়দের প্রতিভা খুঁজে বের করে বিকাশ ঘটানোর উদ্দেশ্যেই এমন আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।