সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরলো ২ হাজারের বেশি পর্যটক
![]()
নিউজ ডেস্ক
সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে অবরোধের কারণে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় রাতেই দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে আনা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সেনাবাহিনীর দীঘিনালা জোন সদর থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে পর্যটক বহরটি গন্তব্যের পথে যাত্রা শুরু করে।
জানা গেছে, খাগড়াছড়ি সদরে চলমান অবরোধের কারণে দুপুর ২টা ২০ মিনিটে সাজেক থেকে ফেরত আসা পর্যটকদের যাত্রা স্থগিত করা হয়েছিলো। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদি হাসান এর নির্দেশনায় পুনরায় বহর ছেড়ে খাগড়াছড়ি পর্যন্ত নিয়ে আসা হয়।
পর্যটক সংখ্যা ছিলো প্রায় ২ হাজার ১০০ জন। তারা ১৪টি বাস, ৩০০টি চাঁদের গাড়ি, সিএনজি, জিপ ও পিকআপ এবং ৮০টি মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে যাত্রা করেন।
সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ টহলের নেতৃত্ব দেন সেনা কর্মকর্তা মেজর মো. রাকিব মল্লিক।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশী পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাতেই খাগড়াছড়ি সদরে পৌঁছে দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীঘিনালা জোন ও থানা কর্তৃপক্ষের বিশেষ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।