ঝিনাইদহে বিজিবি কর্তৃক ৩ কোটি ৬৯ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

ঝিনাইদহে বিজিবি কর্তৃক ৩ কোটি ৬৯ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

ঝিনাইদহে বিজিবি কর্তৃক ৩ কোটি ৬৯ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর থেকে চারটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকিলাদহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার রাতে প্রেসব্রিফিংয়ে বিজিবি জানায়, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজী ডিলাক্স নামের একটি বাসে স্বর্ণ পাচারের তথ্যের ভিত্তিতে কাকিলাদহ বাজারে অবস্থান নেয় তারা। পরে বাসটি থামিয়ে তল্লাশি চালালে কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায় গ্রামের সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি ৩৩১ দশমিক ৭৯ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা।

সৌরভ বিশ্বাসের দেওয়া তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর থেকে রণজিৎ বিশ্বাস নামের আরও একজনকে আটক করে বিজিবি।

খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক রফিকুল আলম বলেন, ‘আটক স্বর্ণ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed