সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ফেনীতে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ফেনীতে ইসমাইল হোসেন পিন্টু (৩৮) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর কয়েকটি পোশাক ও বিভিন্ন প্রকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান।
গ্রেফতারকৃত পিন্টু পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের স্বপন মজুমদার বাড়ির আবদুল ওহাবের ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে গত কয়েকমাস যাবত ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া গ্রামের এক নারীকে বিয়ের জন্য প্রলুব্দ করে আসছে পিন্টু। এক পর্যায়ে ওই নারীকে বিয়ে করার জন্য পরিবারের নিকট প্রস্তাব পাঠানো হয়। পরে ওই নারীর পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে জানতে পারে, সেনা কর্মকর্তার পরিচয়ে দিয়ে পিন্টু বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছে। নারীর পরিবার ঘটনাটি এক পর্যায়ে পুলিশকে অবহিত করে সহযোগিতা চায়।
পুলিশ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করতে কার্যক্রম শুরু করে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাতে পিন্টু সেনা বাহিনীর পোশাক পরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া গ্রামের ওই নারীর সাথে দেখা করতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো স্থান থেকে ৩ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, ২টি সেনাবাহিনীর জ্যাকেট, বাংলাদেশ সেনাবাহিনী লেখা ১টি টাউজার, ১টি হেলমেড, ১ জোড়া বুট, বিডি আর্মি লেখা কয়েকটি গেঞ্জি, সেনাবাহিনীর ব্যক্তিগত প্রশিক্ষন কার্ড লেখা ডায়েরী, ২টি বাংলাদেশ সেনাবাহিনী লেখা ব্যাজ ও বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি গোলসিলসহ বিভিন্ন ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আটককৃত ইসমাইল হোসেন পিন্টু নামের ওই ব্যক্তি মূলত একজন প্রতারক। সে বিভিন্ন সময় সেনাবাহিনীর পোশাক পরিধান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নারীকে টার্গেট করে বিয়ের প্রলোভন দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে প্রতারণা করে থাকে। পরে ফেনী মডেল থানার তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।