এই আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার পর প্রতিবাদ আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এই আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর বাইরে কারো হাতে অস্ত্র থাকবে না। সবাইকে শান্ত থাকতে হবে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা করতে হবে।”

জেলা প্রশাসকের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’ অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুইমারা উপজেলা প্রশাসন আগের দিন (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে ১৪৪ ধারা জারি করে।

কিন্তু রোববার সকাল ১১টার দিকে গুইমারার খাদ্য গুদামের সামনে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের ইটপাটকেল নিক্ষেপে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানীসহ সেনাবাহিনীর ১১ সদস্য আহত হন।
কর্তব্যরত সাংবাদিকরাও হামলার শিকার হন। ঘটনার পর থেকে গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতা ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।