সম্প্রীতির বার্তা নিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে সেনাবাহিনীর মাইকিং

সম্প্রীতির বার্তা নিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে সেনাবাহিনীর মাইকিং

সম্প্রীতির বার্তা নিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে সেনাবাহিনীর মাইকিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে রাঙ্গামাটিতে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সকলকে সচেতন থাকতে এবং গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছে।

মাইকিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙ্গামাটিতে কেউ যাতে বিভেদ সৃষ্টির চেষ্টা না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হবে। আমরা সবাই মিলে রাঙ্গামাটিকে শান্তিপূর্ণ রাখব।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ জানান, রবিবার রাতে ‘জুম্ম ছাত্র জনতা’ নামের একটি গ্রুপ ফেসবুকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিলেও রাঙ্গামাটিতে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। সবাই মিলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। অবরোধের ডাক কারা দিয়েছে তা খতিয়ে দেখতে প্রশাসন তৎপর রয়েছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার ডি. এস. এম. ফরহাদ হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। শহরের কোথাও কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবনও স্বাভাবিকভাবে চলছে।

সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।