দরিদ্র শিশুদের জন্য কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

দরিদ্র শিশুদের জন্য কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

দরিদ্র শিশুদের জন্য কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে জীবতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জীবতলী আর্মি ক্যাম্পের আওতাধীন পানছড়ি পাড়ায় বসবাসকারী শিশুদের জন্য এ স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করা হয়।

চিকিৎসা ক্যাম্পে দূর-দূরান্ত থেকে দরিদ্র পরিবারগুলোর সদস্যরা এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার এর তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিকেল অফিসাররা এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার জানান, ভবিষ্যতেও ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সার্বিক সহযোগিতা ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই দুর্গম এলাকার সাধারণ মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।