আলীকদমে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে বিজিবির অনুদান ও নিরাপত্তাপরিস্থিতি পরিদর্শন

আলীকদমে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে বিজিবির অনুদান ও নিরাপত্তাপরিস্থিতি পরিদর্শন

আলীকদমে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে বিজিবির অনুদান ও নিরাপত্তাপরিস্থিতি পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে বান্দরবানের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপজেলার বিদ্যমান পাঁচটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী পূজামণ্ডপগুলোতে যান এবং নিরাপত্তা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও দায়িত্বরত স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবি টহল কার্যক্রম জোরদার করার আশ্বাস দেন।

একইসাথে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি উপস্থিত সকলকে অবহিত করেন।

এ সময় লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী আলীকদম উপজেলার পাঁচটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। বিজিবি জানায়, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম পাহাড়ি ও বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্য ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগ দীর্ঘদিন ধরেই প্রশংসিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।