দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট জোন অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা

দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট জোন অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা

দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট জোন অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে বাঘাইহাট পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মনিরুল ইসলাম।

সোমবার এ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর নাহিদ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়া ধন মেম্বার। এছাড়া সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রায়হান আলী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে জোন অধিনায়ক পূজা কমিটির সভাপতি বাসুদেবের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট জোন অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা

তিনি বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও আনসার-বিডিপি সদস্যরা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সামরিক ও বেসামরিক প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ উৎসবকে আরও শান্তিপূর্ণ করেছে।

পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, কোনো প্রকার সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনিক সহায়তা পাওয়া যাবে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান।

অন্যদিকে বাঘাইহাট বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে পাহাড়ি-বাঙালি সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর এমন নিরাপত্তা ও সহায়তামূলক কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে আস্থা ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।