“ইউপিডিএফকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে”- রাঙামাটি রিজিয়ন কমান্ডারের হুঁশিয়ারি
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, যেসব ব্যক্তি ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সঙ্গে যুক্ত থেকে অস্ত্রধারী কার্যকলাপ করছেন তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে।
তিনি আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাঙামাটি শহরের তবলছড়ি কালী মন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এই কড়া হুঁশিয়ারি দেন।
রিজিয়ন কমান্ডার বলেন, “ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসীদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি — এনাফ ইজ এনাফ। আপনাদের অনেক ছাড় দেওয়া হয়েছে; এখন পরিস্থিতি সহ্য করার সময় শেষ। যারা আপনাদের পেছন থেকে সহায়তা করছে, তাদের দেশে ফিরে যেতে বলছি এবং দেশের ক্ষতি করা বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশে সকল জাতি ও ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাই আমাদের সংস্কৃতির শ্রেষ্ঠ দিক এবং কুচক্রী মহলের ষড়যন্ত্র এই সহানুভূতিপূর্ণ বন্ধন নষ্ট করতে পারবে না।
পরিদর্শনকালে রাঙামাটি পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির একটা সুন্দর দিক রয়েছে যে- আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পছন্দ করি। সকল জাত, সকল ধর্ম আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সমস্যা হচ্ছে, কিছু কুচক্রী মহল আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। অতি সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারাতে যেটা হয়েছে এটা আমাদের বিশ্বাসের মাঝে ফাটল ধরাতে পেরেছে। কিন্তু আমরা আনন্দিত, আমাদের মাঝে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে পারে নাই। যার ফলে আমরা শান্তিপূর্ণ ভাবে এ দিনটি পালন করতে পারছি।’
তিনি আরও বলেন, ‘এ পাহাড় আমাদের, এ দেশ আমাদের। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশ আমাদের প্রস্তুত করতে হবে।’
উল্লেখ্য, পাহাড়ে সাম্প্রতিক সহিংসতা ও অবরোধের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন পাহাড়ে সতর্ক নজর জারী রেখেছে এবং সশস্ত্র গোষ্ঠীর উসকানিমূলক কাজ প্রতিহত করতে বিভিন্ন আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।