কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ৩০ সেপ্টেম্বর রাতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ো হাওয়ায় লংগদু ও নানিয়ারচর এলাকায় একাধিক নৌকাডুবির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে তীব্র ঝড়ো হাওয়ায় নৌযানগুলো ডুবে গেলে চারদিকে হাহাকার শুরু হয়। লংগদুর বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় নৌকাডুবির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী।

মাত্র ১৫ মিনিটে পৌঁছায় সেনাবাহিনী

খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে সেনাসদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। রাতভর অভিযান চালিয়ে সেনাবাহিনী ভাইবোনছড়া থেকে একজনকে জীবিত, এফআইডি টিলা বিল থেকে এক শিশুর মৃতদেহ এবং ভাসান্যাদম এলাকা থেকে আরও একজনকে জীবিত উদ্ধার করে। পরদিন সকালে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট পাঁচজন নিখোঁজ ছিলেন। সেনা সদস্যদের দ্রুত পদক্ষেপে দুইজনকে জীবিত এবং তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে।

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

নানিয়ারচরে আরও দুইজন নিখোঁজ

একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ছয়জন যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। পরদিন সকালে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে নৌকাটি উদ্ধার করা হলেও দুই যুবকের খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে সেনাবাহিনীর বিশেষ ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছে।

সেনাবাহিনীর মানবিক ভূমিকা

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর মুহূর্তের মধ্যে উদ্ধার অভিযান চালু করা হয়। জীবন বাঁচানোকে প্রাধান্য দিয়ে তারা সর্বশক্তি দিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তাদের এই তৎপরতায় ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনও কার্যকরভাবে সমন্বিতভাবে কাজ করতে সক্ষম হয়।

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

আস্থা বাড়ালো সেনাসদস্যদের তৎপরতা

এই নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর সাহসিকতা, মানবিক দায়িত্ববোধ ও তাৎক্ষণিক সাড়া স্থানীয়দের মধ্যে ব্যাপক আস্থা তৈরি করেছে। এলাকাবাসী জানান, সেনাবাহিনী কেবল নিরাপত্তার দায়িত্বই পালন করছে না, দুর্যোগ ও দুর্ঘটনায় মানবিক দায়িত্ব পালনে সবসময় অগ্রণী ভূমিকা রাখছে।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে প্রতিবার বর্ষা ও ঝড়ো মৌসুমে ছোট নৌযান ডুবে যাওয়ার ঘটনা ঘটে। তবে এ ধরনের দুর্ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে। এবারের উদ্ধার অভিযানও আবার প্রমাণ করলো—জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী দেশের মানুষের ভরসার নাম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।