ভুবনেশ্বরী কালী মন্দির পরিদর্শন করলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, শুভেচ্ছা বিনিময়
![]()
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রী শ্রী ভুবনেশ্বরী কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে তিনি পূজা মণ্ডপে অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল ইসলাম এবং রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন।
পূজা মণ্ডপে আগত অতিথিদের স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সভাপতি অসোক মজুমদার, সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সুভাষ দাস, অর্থ সম্পাদক শচীন দাশগুপ্তসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সর্বস্তরের মানুষের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। এ ধরনের পরিদর্শন উৎসবকে আরো প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।