বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক সহায়তা বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবার, বৌদ্ধ বিহার ও বিভিন্ন সংগঠনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা জোন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান। এসময় সেনা কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন এলাকার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। প্রবারণা পূর্ণিমা একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক। এই উদ্যোগ তারই একটি অংশ, এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ বছর অনুষ্ঠানে মোট ২৭ জন ব্যক্তি, ৮টি বৌদ্ধ বিহার এবং ১০টি বৌদ্ধ সংগঠনের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা পালন করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
