লংগদুতে নৌকা ডুবি: আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনীর লংগদু জোন
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কাপ্তাই লেকে নৌকা ডুবির ঘটনায় আহতদের চিকিৎসা প্রদান করতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত তৎপর হয়েছে।
ঘটনার পরপরই লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ নির্দেশনা প্রদান করেন। জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীনের তত্বাবধানে আহত জেলেরা দ্রুত লংগদু জোনে আনা হয়।
পরবর্তী দিন ১ অক্টোবর সকাল থেকে জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এছাড়া তাদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
সেনাবাহিনী জানায়, দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং আক্রান্তদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, নৌকা ডুবির সঙ্গে সঙ্গে পৃথক টহল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং উদ্ধার অভিযানেও সেনা সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। স্থানীয়রা সেনাবাহিনীর এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন, যা আহতদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
