‘সাউথইস্ট এশিয়া জার্নালের বিরুদ্ধে অপপ্রচার ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’
![]()
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু উগ্র উপজাতিগোষ্ঠী সাউথইস্ট এশিয়া জার্নাল-এর বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য অপপ্রচার চালাচ্ছে। তারা আমাদের পত্রিকার ফেসবুক পেজ ও সংবাদ প্রতিবেদনকে বিকৃতভাবে উপস্থাপন করে নানা কটূক্তি করছে। বিশেষ করে সেনাবাহিনী, বাঙালি জনগোষ্ঠী কিংবা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ভ্রান্ত তথ্যের মাধ্যমে আমাদের সংবাদমাধ্যমকে পক্ষপাতদুষ্ট, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই— সাউথইস্ট এশিয়া জার্নাল কোনো গোষ্ঠী, সংগঠন বা রাষ্ট্রীয় সংস্থার মুখপাত্র নয়। এটি একটি স্বতন্ত্র ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম, যা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের সামনে তুলে ধরে। অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক উসকানি কিংবা মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনার বিরুদ্ধে আমরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
আমাদের নীতি ও লক্ষ্য হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠককে সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করা। কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেওয়া নয়—বরং ঘটনার বাস্তবতা উপস্থাপনই আমাদের একমাত্র অঙ্গীকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব ভ্রান্ত ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাঠক ও সাধারণ মানুষকে অনুরোধ করছি—উস্কানিমূলক ও মিথ্যা প্রচারণার পরিবর্তে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জানতে সাউথইস্ট এশিয়া জার্নাল-এর নিয়মিত প্রকাশনা অনুসরণ করুন।
— সম্পাদক
সাউথইস্ট এশিয়া জার্নাল