লোগাং বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে চুরির চেষ্টা দুই উপজাতি যুবকের: সম্প্রীতি রক্ষার আহ্বান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার এলাকায় চুরির অভিযোগে ধরা পড়লেন দুই উপজাতি যুবক। তবে স্থানীয়দের প্রজ্ঞা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে ঘটনাটি বড় ধরনের উত্তেজনায় না গড়িয়ে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
গত ১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে খৈয়াংগ মার্মা (২৬) ও ক্যামিলিয়ন চাকমা (১০) নামের দুই ব্যক্তি লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের ল্যাবরেটরি রুম, লাইব্রেরি রুম এবং পাশের ইউনিয়ন পরিষদের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশের চেষ্টা চালান। চুরির চেষ্টা টের পেয়ে স্থানীয়রা কৌশলে তাদের আটক করেন। সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে এলাকাবাসী মুরুব্বিদের জিম্মায় অভিযুক্তদের রাখা হয়।
এরপর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ১নং লোগাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী, অভিযুক্ত দুই ব্যক্তি ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
বৈঠকে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করে জানান, তাদের উদ্দেশ্য ছিল কেবল টাকা-পয়সা ও মূল্যবান সম্পদ চুরি করা। সাম্প্রদায়িক দাঙ্গা বা উসকানি সৃষ্টির কোনো অভিপ্রায় তাদের ছিল না। অভিযুক্তদের স্বীকারোক্তির পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আলোচনা হয়। শেষ পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শে মুচলেকা নিয়ে এবং তাদের চলাফেরায় কড়াকড়ি আরোপ করে শোধরানোর জন্য শেষবারের মতো ক্ষমা করে দেওয়া হয়।

বৈঠকে বক্তব্য দেন ইউপি সদস্য মোঃ সাহেব আলী, সাবেক চেয়ারম্যান কিরণ ভূইয়া, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান বাবু আনন্দ জয় চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু চন্দ্র দেব চাকমা প্রমুখ। বক্তারা বলেন, লোগাং ও চেঙ্গীসহ গোটা পানছড়ি উপজেলাকে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করতে হবে। বিভিন্ন গুজব ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করার ওপর জোর দেন তারা।
স্থানীয় চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, “এই এলাকা শান্তি-সম্প্রীতির জায়গা। এখানে সব জাতির মানুষ মিলেমিশে বসবাস করে। আমরা চাই না কোনো ঘটনা ভুল বোঝাবুঝি বা সাম্প্রদায়িক রূপ নিয়ে নিক।”
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে প্রায়ই ছোটখাটো অপরাধকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। তবে লোগাংয়ে সাম্প্রতিক এই ঘটনায় স্থানীয় নেতৃত্বের সময়োপযোগী পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বড় ভূমিকা রাখলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।