রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ অক্টোবর) সকালে ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর দিক নির্দেশনায় হাবিলদার আমান উল্লাহ’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ লোডিং পয়েন্টে রাখা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় ৮১ দশমিক ১৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা।

এ প্রসঙ্গে মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “আমরা নিয়মিত চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালনা করছি। দায়িত্বপূর্ণ এলাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, সীমান্তঘেঁষা এ অঞ্চলে দীর্ঘদিন ধরে কাঠ চোরাচালান একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত। বিজিবির এই ধরনের ধারাবাহিক অভিযান কাঠ পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed