খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার ভোর ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার রাত পৌণে ৯টার দিকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক জারিকৃত এ আদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, বর্তমানে সদর উপজেলা ও পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র-জনতার ডাকে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এসময় জানমালের ক্ষতি এড়াতে জেলা প্রশাসন সদর উপজেলা, পৌর এলাকা এবং গুইমারায় ১৪৪ ধারা জারি করে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের ধারা জারি স্থানীয়ভাবে জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলে থাকে। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আংশিকভাবে এ আদেশ প্রত্যাহার করা হলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।