আগামী ৮ নভেম্বর কাপ্তাইয়ে শুরু হচ্ছে জোন কমান্ডার’স স্কলারশিপ–২৫

আগামী ৮ নভেম্বর কাপ্তাইয়ে শুরু হচ্ছে জোন কমান্ডার’স স্কলারশিপ–২৫

আগামী ৮ নভেম্বর কাপ্তাইয়ে শুরু হচ্ছে জোন কমান্ডার’স স্কলারশিপ–২৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিগত বছরের ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিশু নিকেতন স্কুলে শুরু হতে যাচ্ছে “জোন কমান্ডার’স স্কলারশিপ–২৫”। আগামী ৮ নভেম্বর (শনিবার) সকাল ৯টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ বছরের বৃত্তি পরীক্ষা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরও দুইটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে—ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড। নিবন্ধন ফি হিসেবে ধরা হয়েছে ১৫০ টাকা। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুটি বিভাগে—

‘ক’ বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী

‘খ’ বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী

নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী দুইজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এ সম্মাননার মধ্যে থাকবে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রেস্ট, শিক্ষা উপকরণ উপহার, এবং মাসিক স্কলারশিপ।

বিদ্যালয়ের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন,

“এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের চমৎকার সুযোগ পাচ্ছে। তাই আমি সকল শিক্ষার্থীদের আহ্বান জানাবো—এসো, নিজেদেরকে যাচাই করে নাও।”

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন অধিনায়ক বলেন,

“কাপ্তাই উপজেলার সকল প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারও জমজমাট হয়ে উঠবে ‘জোন কমান্ডার’স স্কলারশিপ–২৫’। সেনাবাহিনী সবসময় মেধা বিকাশ ও শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় পাশে থাকতে চায়।”

প্রতি বছর এই স্কলারশিপ পরীক্ষার মাধ্যমে কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। স্থানীয়ভাবে এই উদ্যোগকে শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে এক ইতিবাচক ভূমিকা হিসেবে দেখা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।