বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে মাসালং বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে মাসালং বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে মাসালং বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোন কর্তৃক একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করা হয়।

আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মাসালং বাজারে অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় জনগণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসা সেবার দায়িত্বে ছিলেন বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন, যিনি রোগীদের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে মাসালং বাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মোট ৩২২ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়, যার মধ্যে বাঙালি ৭২ জন এবং পাহাড়ি জনগোষ্ঠীর ২৫০ জন রোগী ছিলেন।

সেনাবাহিনী জানায়, চিকিৎসা সেবার পাশাপাশি এদিন প্রায় ৭০ হাজার টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও স্থানীয় জনগণের সার্বিক কল্যাণে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।