বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাঙ্গালি শিক্ষিকাকে ছিনতাই ও ধর্ষণচেষ্টা, অভিযুক্ত মারমা যুবক গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাঙ্গালি শিক্ষিকাকে ছিনতাই ও ধর্ষণচেষ্টা, অভিযুক্ত মারমা যুবক গ্রেপ্তার

শিক্ষিকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তারকে আটকে ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অংসিপ্রু মারমা (২৫) নামে উপজাতি সম্প্রদায়ের এক যুবককে গ্রেফতার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

গতকাল বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জারুলিয়াছড়ির গভীর জঙ্গল থেকে তাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি বিশেষ টিম, স্থানীয় জনতা ও সাবেক জাতীয় ফুটবলার উছাই মং মারমা ছোট’র সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অংসিপ্রু মারমাকে স্থানীয়দের সহায়তায় জারুলিয়াছড়ির গহীন জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

জানা যায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে তিন রাস্তার মোড়ে শিক্ষিকা জেসমিন আক্তার ওই উপজাতি যুবক কর্তৃক ধর্ষচেষ্টা ও ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সদ্য জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য উছাই মং মারমা ছোট বলেন, ছিনতাইয়ের ঘটনার পর থেকেই অপরাধীকে ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, অপরাধীর কোনো জাত, ধর্ম বা বর্ণ নেই—অপরাধী মানে অপরাধীই। আমরা এই ঘটনায় বিব্রত, লজ্জিত ও দুঃখিত। শিক্ষিকার ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় আমরা জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এদিকে স্থানীয় জনতা জানান, এ ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।