ভারতীয় সিগারেটের চোরাচালান ঠেকাতে লংগদুতে সেনাবাহিনীর বিশেষ অভিযান

ভারতীয় সিগারেটের চোরাচালান ঠেকাতে লংগদুতে সেনাবাহিনীর বিশেষ অভিযান

ভারতীয় সিগারেটের চোরাচালান ঠেকাতে লংগদুতে সেনাবাহিনীর বিশেষ অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে দেশে সিগারেট প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটির লংগদুতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, মারিশ্যা থেকে সারোয়াতলী সিজকমুখ হয়ে দুরছড়ি-পাবলাখালী এলাকার মধ্য দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি অঞ্চলে ভারতীয় অবৈধ সিগারেট চোরাচালান হয়—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশনায় এবং সাব জোন অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সারোয়াতলী সিজকমুখ এলাকায় অবস্থান নেয়।

দীর্ঘ সময় গোপনে অপেক্ষার পর রাত আনুমানিক ৮টার দিকে একটি সন্দেহজনক নৌকা নদীর ঘাটে ভিড়লে টহল দল আটকানোর চেষ্টা করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নদীর ঘাট ও আশপাশের চর এলাকায় তল্লাশি চালিয়ে বস্তাবন্দী বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দীঘিনালা ও খাগড়াছড়িতে পৌঁছানোর আগে এসব চোরাচালানি সিগারেট বাঘাইছড়ি, মারিশ্যা পাহাড়ি জনপদ ও কাপ্তাই হ্রদের বিভিন্ন পথ ব্যবহার করে পাচার করা হয়।

লংগদু জোন সূত্রে জানানো হয়, সীমান্ত অঞ্চলে অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর তৎপরতায় সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম দৃশ্যমানভাবে কমে এসেছে, ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed