সপ্তাহজুড়ে সেনাবাহিনীর নেতৃত্বে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে ২২৪ জন গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে গত ০২ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।
এই সময়ের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে চোরাকারবারি, অবৈধ অস্ত্রধারী, থানার অস্ত্র লুটকারী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ২২৪ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯টি ককটেল, ১৭ রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য, এবং চোরাই প্রাইভেট কার, মোটরসাইকেল ও মোবাইলফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলসমূহে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন—
“দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন,
“সাধারণ জনগণ যদি তাদের আশেপাশে কোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে।”
বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, নিয়মিত এসব তৎপরতা অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।