ভারতীয় সীমান্তে ৮ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ভারতীয় সীমান্তে ৮ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ভারতীয় সীমান্তে ৮ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (১০ অক্টোবর) ভোরে বিশেষ তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৬০ বিজিবি।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির মূল্য প্রায় ৭ কোটি টাকা এবং চশমার মূল্য ১ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত পণ্য সম্পর্কে আইনগত প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৮২ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ভারত থেকে আসা। তবে কিছু পণ্য ভারতে পাচারের সময়ও জব্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed