লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ সিগারেট জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে সেনাবাহিনীর লংগদু জোন বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এসব সিগারেট দেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ভারত থেকে মারিশ্যা হয়ে খেদারমারা, দুরছড়ি ও পাবলাখালী হয়ে দীঘিনালা ও খাগড়াছড়িতে অবৈধ পথে এসব সিগারেট পাচার করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শে এর নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন-এর তত্ত্বাবধানে দুটি বিশেষ অপারেশন দল গঠন করা হয়।
সাবজোন কমান্ডার মেজর ফেরদৌস এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক-এর নেতৃত্বে অভিযান দল দুটি ১০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে লেম্বুছড়ি মদনঘাট এলাকায় অবস্থান নেয়। তারা চার ভাগে বিভক্ত হয়ে গোপন ফাঁদ পেতে নদীর দুই তীরে অবস্থান করেন।
রাত ১০টার দিকে সন্দেহভাজন একটি নৌকা ঘাটে ভিড়লে টহল কমান্ডার রফিক নৌকাটিকে আটকানোর চেষ্টা করেন। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঝড়-বৃষ্টির মধ্যে নৌকাটি দ্রুত সরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নদীর চরের মাঝখান থেকে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এই অভিযানকে সফল বলে উল্লেখ করে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন—
“পার্বত্য এলাকায় চোরাচালান রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
অভিযানের মাধ্যমে সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান চক্রের বড় একটি নেটওয়ার্কের গতিপথ শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
সেনাবাহিনীর তৎপরতায় সীমান্ত এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত টহল ও এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।