বিজিবির আন্তঃরিজিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫: রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ন
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আন্তঃরিজিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ম্যাচে রংপুর রিজিয়ন ৪০-৩৩ গোলের ব্যবধানে চট্টগ্রাম রিজিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে রংপুর রিজিয়নের অধীনস্থ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় দুই রিজিয়নের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলার শুরু থেকেই রংপুর রিজিয়ন আক্রমণাত্মক কৌশলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

রংপুর রিজিয়নের সিপাহী মো. তাজু হাসান ‘শ্রেষ্ঠ খেলোয়াড়’ এবং সিপাহী ওবাচিং মারমা ‘শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়’ নির্বাচিত হন।
ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। তিনি খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে শুরু হওয়া এই প্রতিযোগিতার মাধ্যমে বিজিবির আন্তঃরিজিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫ আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।