খুলনায় সেনাবাহিনীর রিক্রুট সমাপনী কুচকাওয়াজ, শপথ নিলেন ৬০৬ নবীন সৈনিক
![]()
নিউজ ডেস্ক
খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, নবীন সৈনিকদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
নবীন সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে।’ তিনি যেকোনো জাতীয় প্রয়োজনে দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার আহ্বান জানান।
এবারের কুচকাওয়াজে দেশের ইতিহাসে সর্বাধিক ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। প্যারেডে সেরা রিক্রুট নির্বাচিত হন মো. সাকিবুল ইসলাম।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মো. সোলাইমান মৃধা ও মো. শামীম হোসেন। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।