কাপ্তাইয়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পে দরিদ্র পরিবারে ছাগল ও হাঁস-মুরগি বিতরণ সেনাবাহিনীর
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোন কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর অংশ হিসেবে পাঁচটি দরিদ্র ও দুস্থ পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, হাঁস ও মুরগি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) কাপ্তাই জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে কাপ্তাই জোন অধিনায়ক স্থানীয় প্রান্তিক চাষিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে ছাগল, খোয়াড়সহ হাঁস-মুরগি তুলে দেন।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কাপ্তাই, রাইখালী, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার মোট ৩০টি পরিবারকে (২১টি পাহাড়ি ও ৯টি বাঙালি পরিবার) এই সহায়তা প্রদান করা হবে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।