থানচিতে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে জেএসএস সন্ত্রাসী আটক

থানচিতে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে জেএসএস সন্ত্রাসী আটক

থানচিতে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে জেএসএস সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার পর্যটন স্পট তমা তুঙ্গী ভিউ পয়েন্ট এলাকায় চাঁদা উত্তোলনের সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) এর এক সক্রিয় সন্ত্রাসী।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে মাংলে ম্রো (২৬) নামে ওই জেএসএস সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক মাংলে ম্রো থানচি উপজেলার ৪ নম্বর বলিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিংতে পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মেনতাং ম্রো।

সূত্রে জানা গেছে, মাংলে ম্রো দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা সংগ্রহ ও ভয়ভীতি প্রদর্শনের সাথে জড়িত ছিল। অস্ত্র মামলায় আটক ও জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর সম্প্রতি সে আবারও একই কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে।

জানা গেছে, ২০২৫ সালের ৩০ এপ্রিল অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন মাংলে ম্রো। তখন সেনাবাহিনীর একটি টহল দলের হাতে আটক হওয়ার পর আলীকদম থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকাবাসী তার বিরুদ্ধে অস্ত্র বহন ও চাঁদাবাজির অভিযোগ এনে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

সূত্র জানায়, আটককালে মাংলে ম্রোর কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তাকে থানচি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ি অঞ্চলে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed