রাঙ্গামাটিতে রোববারের ডাকা হরতাল প্রত্যাহার

রাঙ্গামাটিতে রোববারের ডাকা হরতাল প্রত্যাহার

রাঙ্গামাটিতে রোববারের ডাকা হরতাল প্রত্যাহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ১৯ অক্টোবরের বৈঠক বাতিলের দাবিতে ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ‘রাঙ্গামাটির সচেতন ছাত্র-জনতা’।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। এর আগে চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ১৯ অক্টোবরের বৈঠক বাতিলের দাবিতে রাঙ্গামাটির সচেতন ছাত্র-জনতার ব্যানারে হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানিয়েছেন, তাদের দাবির মুখে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত করায় রোববারের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

মূলত আগামী ১৯ অক্টোবর রাঙ্গামাটিতে চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পার্বত্য অঞ্চলে ভূমি জটিলতা নিরসনে কাজ করছে এ কমিশন। তবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) দাবি করে আসছে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ নামে যে কমিশন গঠন করা হয়েছে; সেখানে পার্বত্য বাঙালীদের কোনো প্রতিনিধি নেই। এ বিষয়টিকে কেন্দ্র করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠককে ঘিরে অসন্তোষ সৃষ্টি হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed