ভারতের ‘র’ সেনাবাহিনী ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করছে: ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন
![]()
নিউজ ডেস্ক
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জে.এইচ.আর.এম. রোকন উদ্দিন অভিযোগ বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র’) বাংলাদেশে সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত।
সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রোকন উদ্দিন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যার মূল লক্ষ্য হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ—সেনাবাহিনীকে জনগণের আস্থা থেকে বিচ্ছিন্ন করা।
সাবেক এই সেনা-কর্মকর্তা বলেন, বাংলাদেশের সেনাবাহিনী ঐতিহাসিকভাবে দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রতিষ্ঠানটির প্রতি জনগণের ভালোবাসা ও বিশ্বাস দুর্বল করতে কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে ভারতের র’ অন্যতম।
তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, বিভ্রান্তিকর বিশ্লেষণ ও উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হচ্ছে—যা সাধারণ মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক অপারেশনের অংশ, বলেন রোকন উদ্দিন।
তিনি আরও দাবি করেন, ‘র’ দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে।
তিনি উল্লেখ করেন, দেশের কিছু রাজনৈতিক মহলও তাদের এই অপচেষ্টায় সহযোগিতা করছে।
রোকন উদ্দিন বলেন, এদের লক্ষ্য হলো বাংলাদেশের জাতীয় ঐক্যকে দুর্বল করা এবং সেনাবাহিনীকে এমনভাবে উপস্থাপন করা যেন তারা জনগণের বিপরীতে অবস্থান করছে।
তিনি আহ্বান জানান, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত না হতে এবং সেনাবাহিনীর প্রতি আস্থা বজায় রাখতে। “আমাদের সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী—তারা দেশের মাটি ও মানুষের জন্য নিবেদিত। যারা এ সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে চায়, তারা আসলে বাংলাদেশের শত্রু।
ব্রিগেডিয়ার রোকন উদ্দিন আরও বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলোকেও এখন সতর্ক ও সক্রিয় হতে হবে।
বিদেশি প্রভাব মোকাবিলা করতে হলে আমাদের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা, সাইবার নিরাপত্তা ও তথ্যযুদ্ধ প্রতিরোধের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে, তিনি মন্তব্য করেন।
জাতীয় স্বার্থ রক্ষায় তিনি সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া যায় না।
রোকন উদ্দিন বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ঠিক এই সময়েই কিছু শক্তি আমাদের অভ্যন্তরীণ ঐক্যকে ভাঙতে চাইছে। আমাদের সবাইকে বুঝতে হবে—এই যুদ্ধ বন্দুকের নয়, এটি মন ও বিশ্বাসের যুদ্ধ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।