সেনাবাহিনীর সঙ্গে স্বনির্ভর বাজার কমিটির মতবিনিময়: একসঙ্গে কাজের অঙ্গীকার
![]()
বাজারের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে— উপ-অধিনায়ক মেজর জায়েদ-উর-রহমান অয়ন
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদর এলাকায় স্থানীয় বাজারের উন্নয়ন, স্বচ্ছ ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নবগঠিত বাজার কমিটির সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন।
তিনি বলেন,
“বাজারের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে। স্থানীয় মানুষের সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”
তিনি আরও বলেন,
“বাজার কমিটির উত্থাপিত সব দাবিগুলো আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় জনগণের সহায়তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই ঐক্য, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন সদর থানার এসআই মিঠুন সরকার, বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরা, সহ-সভাপতি ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনায় বাজারের টেকসই উন্নয়ন, পরিচ্ছন্নতা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খাদেমুল ইসলাম -এর পক্ষ থেকে বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দুটি সিসি ক্যামেরা উপহার দেওয়া হয়। উপস্থিত সদস্যরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা শেষে বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরা বলেন,
“সেনাবাহিনীর এই সহযোগিতা বাজার এলাকার উন্নয়ন ও জনসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা সবাই মিলে খাগড়াছড়ির বাজারকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক বাজার হিসেবে গড়ে তুলতে চাই।”
সভা শেষে সেনাবাহিনী ও স্থানীয় বাজার কমিটির পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।