লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে লংগদু সেনা জোনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানটি লাইলাঘোনা–নালবোনিয়া রুটে পরিচালিত হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোনের একটি টহলদল লাইলাঘোনা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করে সেনা সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশি করে সেনা সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করেন।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

  • ১টি দেশীয় তৈরি শর্টগান
  • ২ রাউন্ড গুলি
  • ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট
  • ৯০ পিস ভারতীয় কসমেটিকস
  • ৯২ বোতল দেশীয় মদ

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব পণ্য বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। সেনা সূত্রে আরও জানা যায়, পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুরো এলাকাটি বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতায় রয়েছে।

লংগদু সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

“সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

— জানায় লংগদু সেনা জোন কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed