খাগড়াছড়িতে নবজাতক উদ্ধার: সেনাবাহিনীর মানবিক সহায়তায় নিশ্চিত শিশুর সুরক্ষা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে গতকাল সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এক নবজাতককে ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের শিশু ওর্য়াডে ভর্তি করেন।
সেনাবাহিনী এই মানবিক মুহূর্তে কার্যকর ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খাদেমুল ইসলাম তাৎক্ষণিকভাবে নবজাতকের সুরক্ষায় এগিয়ে এসে আর্থিক সহায়তা প্রদান করেন। জোন অধিনায়কের এই উদ্যোগে শিশুর চিকিৎসা এবং নিরাপদ থাকার ব্যবস্থা নিশ্চিত হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পি চাকমা জানান, “শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।” নবজাতকের সুরক্ষায় সদর উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে, যারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এ ঘটনায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে, এবং এটি প্রমাণ করে যে কঠিন পরিস্থিতিতেও সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।