বাঘাইছড়ির বর্ডার গার্ড পাবলিক স্কুলে নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুলে নবনির্মিত দুটি শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ফিতা কেটে নতুন ভবন উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্ডার গার্ড পাবলিক স্কুলটি ১৯৯৯ সালে বিজিবি মারিশ্যা জোন প্রতিষ্ঠা করে। দীর্ঘ ২৬ বছর ধরে এটি শিক্ষার মান এবং সুনামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আমার দুটি কন্যা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে। একজন অভিভাবক হিসেবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠদান শুরু হবে এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে।”
উদ্বোধনের পর শিক্ষার্থীদের মধ্যে ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রীও বিতরণ করা হয়, যা তাদের শিক্ষাজীবনের সঙ্গে খেলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।