বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে জার্মান ডিফেন্স অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান দূতাবাসের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে কর্নেল ক্লাউস মার্কেল এবং ডেপুটি ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কমান্ডার মার্কো হেলগ্রেভে।
গতকাল মঙ্গলবার তারা নৌবাহিনী সদর দপ্তরে নৌপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পেশাগত সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা ও সামরিক কূটনীতির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নৌবাহিনী সদর দপ্তরের কর্মকর্তারা জানান, জার্মানির সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।