বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশীদার দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গাম্বিয়া সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে।

গাম্বিয়া আর্মড ফোর্সেস ট্রেনিং স্কুলে গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে ছয় সপ্তাহব্যাপী প্রাক-মোতায়েন প্রশিক্ষণ, যা পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল।

May be an image of one or more people and text

বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (BIPSOT)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণে গাম্বিয়ার ২৫০ জন কর্মকর্তা ও সৈনিক অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো গাম্বিয়ার কুইক রিঅ্যাকশন ফোর্সকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে যৌথভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা।

May be an image of text

প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে জাতিসংঘের Core Pre-deployment Training Materials (CPTM), Specialized Training Materials for UN Infantry Battalion (STM-UNIBAT) এবং Field Training Exercise (FTX)—যার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বিত অভিযানে দক্ষতা অর্জন করবেন।

বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অগ্রণী ভূমিকা ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে প্রশংসিত। গাম্বিয়া সেনাবাহিনীর এই প্রশিক্ষণ কার্যক্রম সেই অঙ্গীকারেরই আরেকটি দৃষ্টান্ত, যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নিরন্তর অবদানের প্রতিফলন।

May be an image of text that says "GAMBIA ARMED FORCES TRAINING SCHOOL"

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের সহযোগিতা শুধু গাম্বিয়ার সক্ষমতাই বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ ও সামরিক সম্পর্ককেও আরও মজবুত করবে। প্রশিক্ষণ কার্যক্রমটি আগামী ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed