অবৈধভাবে বিদেশে পাচারের সময় টেকনাফে ২৯ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
সাগর পথে অবৈধভাবে বিদেশে পাচারের সময় ২৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বিজিবি। এ সময় মানবপাচারকারী দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি কর্মকর্তা জানান, এসব রোহিঙ্গাদের সাগর পথে অবৈধভাবে পাচারের উদ্দেশ্য নৌকায় জিম্মি করে রাখা হয়েছিল। বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে, বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন মানবপাচারকারী পালিয়ে যায়। এসময় বিজিবির হাতে আটক হন তিন মানবপাচারকারী। আটককৃতরা হলেন- টেকনাফের মো. সলিম, মো. নুরুল আবছার ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মনসুর আলম। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও পাচারকাজে ব্যবহৃত নৌকা জব্দ করে বিজিবি।
বিজিবি অধিনায়ক, উদ্ধারকৃতদের ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তারা সবাই রোহিঙ্গা নাগরিক। এদিকে আটককৃত দালালদের পুলিশে সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মানবপাচার আইনের মামলা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।